Monday, November 4, 2024
Homeআন্তর্জাতিকআন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশি কিশোর সাদাত

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশি কিশোর সাদাত

শিশুদের নোবেলখ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেয়েছে বাংলাদেশি কিশোর সাদাত রহমান। শুক্রবার এ পুরস্কার ঘোষণা করা হয়েছে। গত বছর এ পুরস্কার পেয়েছিল পাকিস্তানের নোবেল বিজয়ী তরুণী মালালা ইউসুফজাই। শিশু নির্যাতন বন্ধে অনলাইন সচেতনতামূলক অ্যাপ বানানোর জন্য ওই স্বীকৃতি পেয়েছে নড়াইলের কৃতী সন্তান সাদত রহমান। খবর এএফপির। 

খবরে বলা হয়, বাংলাদেশের ১৭ বছর বয়সী সাদত রহমান সাইবার বুলিং ও অনলাইন ক্রাইমের বিরুদ্ধে দুর্দান্ত পদক্ষেপ নিয়েছে। এজন্য তাকে আন্তর্জাতিক এ সম্মানজনক পদকে ভূষিত হয়েছেন। নেদারল্যান্ড ভিত্তিক শিশুঅধিকার ফাউন্ডেশন এ পুরস্কারটি প্রদান করবে। করোনাভাইরাস মহামারীর কারণে পুরস্কার পর্বটি অনলাইনে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পুরস্কারপ্রাপ্তির পর এ বিষয়ে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে কিশোর-কিশোরীরা নিয়মিত অনলাইনে সাইবার বুলিংয়ের শিকার হয়। এজন্য প্রয়োজন এ বিষয়ে আরও গুরুত্বসহকারে পদক্ষেপ নেয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য