Friday, November 14, 2025
Homeখেলাধুলাঅধিনায়কত্ব ছেড়ে নতুন দায়িত্বে স্যামি

অধিনায়কত্ব ছেড়ে নতুন দায়িত্বে স্যামি

ওয়েস্ট ইন্ডিজের সফল অধিনায়কদের মধ্যে অন্যতম বিবেচনা করা হয় ড্যারেন স্যামিকে। তার নেতৃত্বে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জিতে নেন ক্যারিবীয়রা।

তবে ২০১৭ সালের সেপ্টেম্বর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন ড্যারেন স্যামি। জাতীয় দলে জায়গা হারালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে যাচ্ছেন এ তারকা অলরাউন্ডার।

২০১৩ সাল থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সেন্ট লুসিয়া জুকসের সঙ্গে আছেন তিনি। দলকে নিয়মিত নেতৃত্ব দিয়েছেন এ অলরাউন্ডার।  সাফল্যও ধরা দিয়েছে তার হাত ধরে। তবে এবার অধিনায়ক নয়, পরামর্শক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে জুকসের সঙ্গে থাকবেন তিনি।

সেন্ট লুসিয়া জুকস নিশ্চিত করেছে, আসন্ন আসরে আর দলটির অধিনায়ক হিসেবে দেখা যাবে না ৩৭ বছর বয়সি স্যামিকে। তবে দলের সঙ্গেই থাকবেন তিনি। এবারও তার কাঁধে পড়ছে বড় আরেক দায়িত্ব। সেন্ট লুসিয়া জুকসের টি-টোয়েন্টি পরামর্শক হিসেবে কাজ করবেন স্যামি। সেই সঙ্গে দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও তাকেই বেছে নেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ড্যারেন স্যামি বলেন, শুরু থেকেই দলটির সঙ্গে থাকা ও নেতৃত্ব দেওয়া অনেক আনন্দের ছিল। যদিও সবাই বলে যে, সব ভালোরই শেষ আছে; তবে সেটি এ ক্ষেত্রে নয়। আমি সবসময়ই সেন্ট লুসিয়ার সঙ্গে থাকব। কোচিংয়ে মনোযোগী হওয়ার পর নিজের এই প্যাশনটিও বুঝতে পেরেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য