Friday, November 28, 2025
Homeবিনোদনঅঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী?

অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন রিয়া চক্রবর্তী?

বাইকুল্লা জেল থেকে সবেমাত্র জামিনে ছাড়া পেয়েছেন? এর মধ্যে সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার প্রস্তুতি শুরু করে দিয়েছেন রিয়া চক্রবর্তী? সম্প্রতি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে।

বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যাঁরা তাঁর সম্মানহানির চেষ্টা করেছেন, তাঁদের সকলের বিরুদ্ধেই আইনানুগ পদক্ষেপ করার পথে হাঁটবেন রিয়া চক্রবর্তী। এমনটাই জানিয়েছিলেন রিয়ার আইনজীবী। যদিও রিয়া, অঙ্কিতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করছেন কিনা, এবিষয়ে রিয়া বা তাঁর আইনজীবী কিছু নিশ্চিত করে জানাননি।

৭ অক্টোবর মাদক মামলায় রিয়া চক্রবর্তীর জামিন মঞ্জুর করেছেন। তবে এই সময় রিয়াকে নিয়মিত স্থানীয় থানায় হাজিরা দিতে বলেছে কোর্ট, এমনকি পাসপোর্টও জমা রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর বিচারের দাবিতে সরব হয়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। এমনকি মাদককাণ্ডে নাম না করে রিয়ার বিরুদ্ধে তোপ দেগেছিলেন অঙ্কিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য