Sunday, August 3, 2025
Homeঅপরাধ১৬ ঘণ্টা পর ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার

১৬ ঘণ্টা পর ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার

১৬ ঘণ্টা পর ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বেসরকারি সেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

মঙ্গলবার সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর দাসপাড়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়। এ সময় পিয়া খাতুন নামে এক নারীকে আটক করা হয়েছে। উদ্ধারের পর নবজাতকটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করেছে র্যাব।  কন্যা নবজাতকটি শহরের বলিদাপাড়ার মনিরুল ও শাবানা বেগম দম্পতির। এ সময় নবজাতকটি পিয়া নামে এক নারীর কাছে পাওয়া যায়। ওই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিনাইদহ র‌্যাব ৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেবা ক্লিনিক থেকে চুরি হওয়া নবজাতকটি নিশ্চিন্তপুর এলাকা থেকে মঙ্গলবার সকাল ১০টার দিকে উদ্ধার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য