Tuesday, August 12, 2025
Homeবাণিজ্যস্বপ্নের পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকা টোল আদায়

স্বপ্নের পদ্মা সেতুতে ৭০০ কোটি টাকা টোল আদায়

স্বপ্নের পদ্মা সেতুতে উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ৭০০ কোটি টাকা টোল আদায় করে মাইল ফলক অর্জন করেছে  সেতু কতৃপক্ষ। যাত্রীবাহীবাস, মাইক্রোবাস, প্রাইবেটকার, এম্বুলেন্স, পন্যবাহী ট্রাক, কভাটভ্যান ছাড়াও গত ২০ এপ্রিল থেকে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় সেতুতে টোল আদায়ের পরিমান অনেক অংশে বেড়েছে।

সেতুর এক কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৫ জুন উদ্বোধনের পরদিন ২৬ জুন থেকে  স্বপ্নের পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরু হয় । গতকাল শুক্রবার ১২ মে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। 

সর্বমোট ১০ মাস ১৭ দিন বা ৩২১ দিনে সেতুতে এই টোল আদায় হয়েছে বলে জানান, পদ্মা সেতুর সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী। তিনি আরো জানান শীঘ্রই সেতুতে স্বয়ংক্রিয় আধুনিক পদ্ধতিতে শুরু হচ্ছে টোল আদায়,যা ভিন্নমাত্রা যোগ করবে দেশের আধুনিক যোগাযোগ ব্যবস্থায়। 

এছাড়াও এ পর্যন্ত সেতুতে একদিনের সর্বোচ্চ টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। আর একদিনে সর্বোচ্চ অর্ধ লক্ষদিকেরও বেশি যানবাহন পারাপার হয়েছে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য