Wednesday, October 15, 2025
Homeদূর্ঘটনাসিগারেট ধরাতে গিয়ে হঠাৎ গ্যাসলাইটার বিস্ফোরণ, দগ্ধ ৫

সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ গ্যাসলাইটার বিস্ফোরণ, দগ্ধ ৫

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় সিগারেট ধরাতে গিয়ে হঠাৎ গ্যাসলাইটার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন— প্রদীপ দাশ (৫২), মধু সুদন দত্ত (৪৫), যদু বিশ্বাস (৫৫), পংকেজ দে (৪০) ও কিশোর কুমার দে (৪২)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৯টার দিকে নগরীর বাকলিয়া থানাধীন ভরাপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাকলিয়া থানাধীন ভরাপুকুরপাড় এলাকায় আবদুল হামিদ মিয়া বাসায় গ্যাসলাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ওই কক্ষে আগুন ধরে যায়। এ সময় ওই কক্ষের পাঁচজন দগ্ধ হন।

পরে দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে স্থানান্তর করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য