Thursday, November 13, 2025
Homeদেশগ্রামলালমোহনে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমোহনে বাংলাদেশ বাণী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমোহন (ভোলা) প্রতিনিধি :

ভোলার লালমোহনে বরিশাল থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী‘র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১ নভেম্বর ২০২৫) আসর বাদ লালমোহন প্রেসক্লাবের সামনে থেকে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক বাংলাদেশ বাণীর লালমোহন প্রতিনিধি আজিম উদ্দিন খানের সভাপতিত্বে এবং দৈনিক সংবাদ পত্রিকার লালমোহন প্রতিনিধি শাহিন কুতুবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি সোহেল মো. আজিজ শাহীন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের লালমোহন প্রতিনিধি মো. মাহাবুব আলম, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা জাহিদ দুলাল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, মাত্র এক বছরের মধ্যে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকাটি পাঠকের হৃদয় জয় করতে পেরেছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের নানান বৈষম্য দূর করার প্রত্যয় নিয়ে পত্রিকাটি এগিয়ে যাবে এই প্রত্যাশা করছি।  

র‌্যালি ও আলোচনা সভায় লালমোহন উপজেলা জাসাস সভাপতি আজাদুর রহমান ও ব্যবসায়ী ফোরামের সভাপতি এম এ এ হাসান  উপস্থিত ছিলেন। এছাড়াও লালমোহনে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য