
জাহিদ দুলাল, লালমোহন (ভোলা) প্রতিনিধি: ‘
টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার লালমোহনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার ( ৮ মার্চ) সকালে এ উপলক্ষে লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমাজসেবা অফিসার আবদুল মাজেদ শাহের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো: জহুরুল ইসলাম হাওলাদার, লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বেল্লাল হোসেন প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ দিনটি আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে। নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকসহ উন্নয়নের সব ক্ষেত্রে নারীর সমান অংশীদারি এবং সম-অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ দিনটি পালন করা হয়। পরিবার, সমাজ, রাস্ট্র, চাকুরী, ব্যবসা বানিজ্যে, সবক্ষেত্রে যদি নারীদের সমান অংশগ্রহণ থাকে তাহলে সুন্দর ও সমৃদ্ধি দেশ গড়ে তোলা সম্ভব। তাই সর্বক্ষেত্রে নারীদের মতামতের গুরুত্ব দেয়া উচিত। এসময় লালমোহন উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ অনান্যরা উপস্থিত ছিলেন।


















