Sunday, August 3, 2025
Homeদেশগ্রামলালমোহন কামিল মাদরাসার কৃতিত্ব পুরস্কার পেলেন ২ শিক্ষার্থী

লালমোহন কামিল মাদরাসার কৃতিত্ব পুরস্কার পেলেন ২ শিক্ষার্থী

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের  তৃতীয় শ্রেণির  সমাপনী পরীক্ষায় পুরস্কার প্রাপ্ত হলেন ২ জন শিক্ষার্থী। 

শনিবার (২৮ ডিসেম্বর) নূরানী তা’লীমুল কুরআন   বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)এর প্রকাশিত ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলার সব কয়টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছেন কেবল লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগের  শিক্ষার্থীরা। লালমোহন কামিল মাদরাসা নূরানী বিভাগ থেকে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- আতিকা আক্তার, বিবি যুবাইদা।

ওই শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এরআগে প্রতিষ্ঠানটি থেকে ২০২৩ সালের নূরানী বোর্ড  পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যাদের মধ্যে ৩ জন পুরস্কার পেয়ে উত্তীর্ণ হন। ওই বছর লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার নূরানী বিভাগে জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হন।

এ বিষয়ে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওঃ মুহাম্মদ মোশাররফ হোসাইন বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকরাই আন্তরিকতার সঙ্গে শিক্ষার গুণগতমান নিশ্চিত করে শিক্ষার্থীদের পাঠদান করান। শিক্ষকদের নিরলস পরিশ্রম ও অভিভাবকদের নিয়মিত তদারকির কারণেই শিক্ষার্থীরা এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। আমাদের এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো সফলতা অর্জন করবে ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য