Tuesday, August 12, 2025
Homeদূর্ঘটনারাজধানীতে বাসের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীতে বাসের ধাক্কা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ওমর ফারুক পলক (২৩)। তিনি মুগদায় বাংলাদেশ ইসলামি ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় আহত অপর দু’জন তার সহপাঠী। আহতদের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুয়েল রানা।

যাত্রাবাড়ীর ভাঙা প্রেস এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পলকসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সকাল সোয়া ১০টার দিকে পলককে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

হাসপাতালে আসা নিহতের মামার বন্ধু নাদিম হোসেন জানান, দূর্ঘটনার শিকার দুজনই একই ইউনিভার্সিটির একই সেমিস্টারের শিক্ষার্থী। নিহত ওমর ফারুক পলক ও তার বন্ধু সহপাঠী জুরাইন এলাকায় থেকে এক মোটরসাইকেল যোগে ভার্সিটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় দূর্ঘটনার শিকার হয়।

চট্টগ্রাম মিরেশ্বরাই উপজেলার মমিনুল হকের ছেলে ওমর ফারুক পলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য