Friday, October 24, 2025
Homeআন্তর্জাতিকমৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত, একদিনে করোনায় আক্রান্ত ২,১৭,৩৫৩ জন

মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত, একদিনে করোনায় আক্রান্ত ২,১৭,৩৫৩ জন

করোনাভাইরাসে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভারত। দেশটিতে একদিনেই প্রায় ১২০০ মানুষ মারা গেছেন। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির নির্ভরযোগ্য গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।  এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়ালো ১ কোটি ৪২ লাখ ৮৭ হাজার ৭৪০ জনে।  এই সময়ে মৃত্যু হয়েছে ১১৮৫ জনের।  এ নিয়ে মৃত্যুর পরিসংখ্যান বেড়ে ১ লাখ ৭৪ হাজার ৩০৪ জন হয়েছে।  ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র, কেরালা, দিল্লি এবং কর্ণাটকের দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি। কর্নাটক ও নয়াদিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ।  ১৪৭৩৮ জন আক্রান্ত হয়েছেন কর্নাটকে।  আর দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৬৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে।  নয়াদিল্লির রাজ্য সরকার রাত্রিকালীন কারফিউ জারি করেছে, বন্ধ রেখেছে শপিং মল।দেশটিতে করোনার টিকাদান কর্মসূচি পুরোদমে চলছে।  গত ২৪ ঘণ্টায় ২৭ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে পর পর তিন দিন দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সহস্রাধিক ছাড়িয়ে গেছে।  করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পরই ভারত। টানা দ্বিতীয় দিনের মতো দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা ২ লাখ ছাড়াল৷ বর্তমানে যুক্তরাষ্ট্রের চেয়ে ভারতে অনেক বেশি দ্রুত গতিতে ছড়াচ্ছে করোনাভাইরাস। পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করেছে।

করোনার দ্বিতীয় ঢেউ ভারতের দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। পর পর ৩ দিন হাজার ছাড়িয়েছে দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছে এক হাজার ১৮৫ জন। মহামারি শুরুর পর দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩০৮ জন। গত মার্চের শুরুতেও দেশটির দৈনিক মৃতের সংখ্যা ছিল ১০০-১৫০ ঘরে। ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৯৭৮ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৩ হাজার ৫৮৮ জন। সুস্থতার হার ৯০ দশমিক ৮ শতাংশ। আর এখনও পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ টিকা নিয়েছেন ১১ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার ২৩৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য