Sunday, August 3, 2025
Homeঅপরাধবিভিন্ন সড়ক-মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ২৭ জন গ্রেফতার

বিভিন্ন সড়ক-মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ২৭ জন গ্রেফতার

কুমিল্লায় জেলার বিভিন্ন সড়ক-মহাসড়কে দীর্ঘদিন যাবত একটিচক্র যানবাহনে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। গতকাল রোববার রাতে কুমিল্লার র‌্যাব-১১ সিপিসি ২-এর সদস্যরা যানবাহনে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগে চাঁদাবাজ সিন্ডিকেটের ২৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সময় চাঁদাবাজির ৮৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আজ সোমবার সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ সিপিসি ২-এর অধিনায়ক মেজর সাকিব হোসেন জানান, জেলার সড়ক মহাসড়কে অবৈধভাবে চাঁদাবাজ সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন যানবাহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করছিল। এ নিয়ে ভুক্তভোগীদের নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার বেশ কয়েকটি সড়ক-মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চাঁদা আদায়কালে চাঁদাবাজ সিন্ডিকেটের ২৭ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামিরা উল্লিখিত অভিযোগসমূহের দায় স্বীকার করেছে।

আটকরা হলো— ব্রাহ্মণপাড়ার তোফাজ্জল হোসেন (৩২), কাজী মো. আল মামুন (২৮), টিপু সুলতান (২৮), আসাদুল (২২), দেবিদ্বার উপজেলার মবিন (২১), মফিজুল ইসলাম (২৮), ইব্রাহিম খলিল (২৫), আরমান (১৯), ইব্রাহিম হোসেন (৩০), শহিদুল হোসেন, সাদ্দাম হোসেন (২৭), বরুড়া উপজেলার শাহজাহান (৪৪), সোহেল হোসেন (৩২), মহিন উদ্দিন (৩২)।

এ ছাড়া আবুল কালাম আজাদ (৩২), সদর দক্ষিণ উপজেলার সবুজ (১৯), বুড়িচংয়ের রাকিব হোসেন (২৩), মামুনুর রশিদ (৩২), ওহিদ মিয়া (৫০), রুবেল (৩২), জালাল হোসেন (৩১), নূর উদ্দিন (৩২), শফিকুল ইসলাম রুবেল (২৫), জাহিদ (২৬), মোস্তফা (৩২), শরীফ (৩১), ফারুক (২৮), মুরাদনগরের শাহ আলমকে (২৬) আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য