Friday, November 28, 2025
Homeআইন-আদালতবিএনপির সাথে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

বিএনপির সাথে সংঘর্ষে পুলিশ সদস্য নিহত

ঢামেক প্রতিনিধি :

বিএনপির সাথে সংঘর্ষ চলাকালে ডিউটিরত অবস্থায় এক পুলিশ সদস্য (৩২) নিহত হয়েছেন। তবে নিহত পুলিশ সদস্যের পরিচয় এখনো জানা যায়নি। আজ শনিবার বেলা ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেকের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পথচারী, সাংবাদিক ও পুলিশসহ ৪০ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহতরা হলেন, নাসির(২৫),সুজন(২০), নওয়াব আলী(৬০) জাফর(৩০) কালাম (৫৫), আলামিন প্রধান (২৫), রাফিন (২২) মারুফ(৪৬) এবিএম রাজু(৪৫), হুমায়ুন কবির(৩৫) লিয়ন (২২) আকলিমা(৩৫) সজীব হোসেন(২৬) সালেক (৩০) সজীব ভূঁইয়া (৩০) সাংবাদিক রাফসান (৩০),সাংবাদিক মাসুম (৩২), বিল্লাল (২৫) রুবেল (২৫), কালাম(৩৮) নান্নু (৩৫), আকরাম (২০),মানিক(৩৫), রফিকুল ইসলাম (৩০) রাজু আহামেদ (৩৫) কবির(২৫) নয়ন (২৬) এমদাদুল (২৭) আনোয়ার (৪০),জমি (৩৪),হিয়া(২০) রাসেল (১৮)রোকসানা (৪২) রোমান(২৮) আরিন(৫২), পুলিশ সদস্য এএসআই সামাদ, নায়েক আব্দুর রাজ্জাক, পুলিশ কনস্টেবল আসাদুজ্জামান, কাইয়ুম ও আলী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য