Friday, November 28, 2025
Homeদূর্ঘটনাফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত


গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সি আরও এক শিশু গুরুতর আহত হন।

শুক্রবার দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার এসআই সাখাওয়াত ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন— রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আহত শিশু রাইসা। তারা কোনাবাড়ি কলেজগেট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি পৌঁছলে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই মারা যান দুজন। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজু নামে আরও একজন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহতাবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য