Wednesday, January 14, 2026
Homeবিনোদনপ্রখ্যাত অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

প্রখ্যাত অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই

দেশের প্রখ্যাত অভিনেতা মাহমুদ সাজ্জাদ আর নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল সাড়ে ৩টায় তার মৃত্যু হয়েছে। তার ভাই ম হামিদ খবর‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। মাহমুদ সাজ্জাদ একাধারে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিত ছিলেন।

মাহমুদ সাজ্জাদের পাঁচ ভাইয়ের মধ্যে ম হামিদ বাংলাদেশের টেলিভিশনের সাবেক মহাপরিচালক। তার ছোট ভাই কে এম খালিদ বর্তমানে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। 

মাহমুদ সাজ্জাদ এর মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।

পারিবারিক সূত্র জানায়, করোনাভাইরাস পরবর্তী জটিলতা নিয়ে গত ১ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে থাকায় দেড় মাসেরও বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য