Sunday, December 14, 2025
Homeআইন-আদালতধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ায় রাজধানীতে তরুণী গ্রেফতার

ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ায় রাজধানীতে তরুণী গ্রেফতার

ফেসবুক ও টুইটারে ধর্ম অবমাননাকর পোস্ট দেয়ার অভিযোগে মিরপুর থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামের এক তরুণীকে গ্রেফতার করেছে র‌্যাব।

দারুসসালাম থানা এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার রাতে র‌্যাব এর সহকারী পরিচালক জিয়াউর রহমান চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, ইসরাত জাহান রেইলি নামের ওই তরুণী নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানি ও বিদ্বেষমূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পর তিনি নতুন আইডি খুলে এ ধরনের বিদ্বেষ ছড়াচ্ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইসরাত জাহান অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য