Tuesday, October 14, 2025
Homeআন্তর্জাতিকতিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

তিউনিসিয়ায় প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদের পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে দেশটির রাজধানী তিউনিসে।

রোববারের এ বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ। খবর মিডল ইস্ট আইয়ের।

এ সময় অবিলম্বে ক্ষমতা ছাড়তে তারা কায়েস সাঈদের বিরুদ্ধে স্লোগান দেন এবং পদত্যাগ দাবি করেন।

বিক্ষোভে অংশ নেন আন নাহদা পার্টির নেতা রশিদ ঘানুচিসহ দেশটির বিরোধীদলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও সংসদ ভেঙে দেওয়ার দুই মাস পর গেল বুধবার তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ নতুন ডিক্রি জারি করেন।

এতে তার ক্ষমতা বাড়ানোর সুযোগ রাখা হয়।

বলা হয়, দেশ পরিচালনায় নিরংকুশ ক্ষমতা পাবেন কায়েস সাঈদ।

এ পদক্ষেপকে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা উল্লেখ করে নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও সংস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য