Saturday, November 29, 2025
Homeআন্তর্জাতিকঢাকায় ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত!

ঢাকায় ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি সম্মেলন ২০২২ অনুষ্ঠিত!

আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাজধানী ঢাকার
বিশ্ব সাহিত্য কেন্দ্রের অডিটোরিয়ামে বাংলাদেশ ও
অস্ট্রিয়া থেকে যৌথভাবে প্রকাশিত জনপ্রিয়
অনলাইন পত্রিকা ইউরো বাংলা টাইমসের প্রতিনিধি
সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপ‌স্থিত ছি‌লেন, ইউরো বাংলা টাইমসের এ‌ডিটর ইন চীফ, মোঃ মাহবুবুর রহমান, কনসাল‌টিং এ‌ডিটর মোঃ নাসরুল্লাহ, ব‌্যবস্থাপনা সম্পাদক মোঃ রিপন শান, বিপ্লবী সংবাদ এর প্রধান সম্পাদক মোঃ সো‌য়েব মেজবাহউ‌দ্দিন, বিপ্লবী সংবা‌দের সম্পাদক মোঃ ম‌হিবুর রহমান আদনান এবং অ‌ষ্টিয়ার ভি‌য়েনার সি‌টি কর্পো‌রেশ‌নের ডিস‌ষ্টিক্ট কাউ‌ন্সিলর মাহমুদুর রহমান নয়ন।

ইউরো বাংলা টাইমসের এডিটোরিয়াল বোর্ডের সন্মানিত সদস্য
ছাড়াও বাংলাদেশের একাধিক জেলার প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহন ক‌রেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য