Tuesday, August 12, 2025
Homeখেলাধুলাটেস্টে তামিম ইকবালই এখন সর্বাধিক রানের মালিক

টেস্টে তামিম ইকবালই এখন সর্বাধিক রানের মালিক

প্রায় এক বছর পর টেস্ট খেলতে নেমে শুরুটা স্বস্তিদায়ক হলো না ওপেনার তামিম ইকবালের। মাত্র ৯ রানে সাজঘরে ফিরতে হলো।  তবে এরইমধ্যে ক্যারিয়ারে একটি বড় মাইলফলক ছুঁয়ে ফেলেন ড্যাশিং এই ওপেনার।টেস্টে বাংলাদেশের হয়ে তামিম ইকবালই এখন সর্বাধিক রানের মালিক। এতদিন ধরে টেস্টে এই রেকর্ডটা ধরে রেখেছিলেন মুশফিকুর রহিম। তবে মাইলস্টোনে পৌছে সেটা উপভোগ করার তেমন সুযোগ পেলেন না তামিম।  পেসার খেমার রোচের বলে মাত্র ৯ রানে বোল্ড হয়ে ফিরেন তিনি। জহুর আহমেদ স্টেডিয়ামে আজ তামিমের সঙ্গে ম্যাচ ওপেন করতে নামেন সাদমান।  মাত্র ৯ রানে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান তামিম।  এই আউটের আগে তামিম ইকবাল মাইলস্টোনে পৌছে যান।  

এর আগে গ্যাব্রিয়েল শ্যানের বলে ইনিংসের শুরুতে একটি সিঙ্গেল নিয়ে তামিম ইকবাল ছাড়িয়ে যান মুশফিক রহিমের ৪৪১৩ রানকে।  ৭০ টেস্টে মুশফিক এই রান করেছেন।  ৬১ নম্বর টেস্টে তামিমের রান এখন ৪৪১৪। তামিমের এই মাইলফক কতক্ষণ স্থায়ী হয় সেটি নিয়ে সংশয় রয়েছে।  কারণ মুশফিক এখনও ব্যাট করতে নামেননি। তামিমের ফিরে আসার পর ওপেনার সাদমান ইসলামের সঙ্গে জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত। বেলা পৌনে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৬১/১।  ২১.৪ ওভারের খেলা চলছিল।  শুরু থেকেই কিছুটা আক্রমণাত্মক মেজাজে ব্যাট করছেন তরুণ ওপেনার সাদমান।  তিনি ব্যাট করছেন ৩১ রানে।  ৬৪ বল খরচা করে ৩ চারের মাধ্যমে এ রান করেছেন সাদমান।  আর শান্ত করেছেন ৫২ বলে ২১।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য