Saturday, November 29, 2025
Homeদূর্ঘটনাটাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা‌ নদীর পা‌নি‌তে প‌ড়ে দুই ভাই‌য়ের মৃতু‌্য

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা‌ নদীর পা‌নি‌তে প‌ড়ে দুই ভাই‌য়ের মৃতু‌্য

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল:

টাঙ্গাই‌লের ভুঞাপু‌রে যমুনা নদী‌তে স্নান কর‌তে গি‌য়ে দুই ভাই‌য়ের মৃত‌্যু হ‌য়েছে। তারা সম্প‌র্কে চাচা‌তো ভাই। র‌বিবার (২৬ মার্চ) দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে উপ‌জেলার খানুরবা‌ড়ি এলাকার যমুনা নদী‌তে এই ঘটনা ঘ‌টে। 
নিহতরা হ‌লো, উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৫) ও র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)।  নিহত সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ‌্যাল‌য়ের দশম শ্রেণী ও লিখন ৬ষ্ঠ শ্রেণী‌র শিক্ষার্থী ছিল। 
স্থানীয়রা জানান, তারা বন্ধুরা মি‌লে বা‌ড়ির পা‌শের যমুনা নদী‌তে স্নান কর‌তে গি‌য়ে‌ছিল। এসময় বড় ভাই সুজয় সাঁতার না জানায় পা‌নি‌তে প‌ড়ে যায়। প‌রে তা‌কে বাঁচা‌তে ছোট ভাই লিখন এ‌গি‌য়ে গে‌লে সেও পা‌নি‌তে প‌ড়ে হা‌রি‌য়ে যায়। প‌রে স্থানীয়রা নদীতে স্নান কর‌তে গি‌য়ে আহতবস্থায় দুইভাই‌কে পা‌নি‌ থে‌কে উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। প‌রে সেখানকার চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। 
উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সর জরুরী বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, ওই ভাই‌কে হাসপাতা‌লে আনার আ‌গেই তা‌দের মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য