Saturday, August 2, 2025
Homeসড়ক দুর্ঘটনাটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর নিহত

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর নিহত

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল-অটোভ্যানের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরদিঘী-ঘাটাইল সড়কের কামালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন-উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ইন্দিরাবাইদ গ্রামের মিন্টু মিয়ার ছেলে সবুজ মিয়া (২০) ও তার বন্ধু ওই একই গ্রামের মো. জসিম উদ্দীনের ছেলে সোহাগ মিয়া (১৮)।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লোকমান হোসেন জানান, দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সাগরদিঘী থেকে শহর গোপীনপুর যাচ্ছিলো। এসময় কামালপুর এলাকায় পৌছালে একটি অটোভ্যানের সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি রাস্তার পাশে ছিটকে পরে যায়। ফ‌লে মোটরসাইকেলে থাকা সোহাগ ও সবুজ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষনা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য সবুজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য