Monday, August 4, 2025
Homeদেশগ্রামটাঙ্গাইলে চারটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী

টাঙ্গাইলে চারটি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২ ও স্বতন্ত্র ২ প্রার্থী বিজয়ী


শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদে নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইকবাল হোসেন ৭ হাজার ৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী দেওয়ার সুমন আহমেদ ৬ হাজার ৩৪৮ ভোট পেয়েছে।

এছাড়াও কাকুয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট বদিউজ্জামান ফারুক বিজয়ী হয়েছেন।

মাহমুদ নগর ইউনিয়ন পরিষদে স্বতন্ত্র প্রার্থী আসলাম হোসেন শিকদার ২৮১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম ২৭৪৬ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহাদত হোসেন সাজ্জাদ ২৪৯৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সিলিমপুর ইউনিয়নে চেয়রম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সুজায়েত হোসেন ৫৩৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী সেলিম রেজা পেয়েছেন ২৫০৬ ভোট। আওয়ামী লীগের অ্যাডভোকেট হানিফ মিয়া পেয়েছেন২৪৪৫ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য