টাঙ্গাইল প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে এক বিশাল সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৪টায় টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে নতুন জেলা গেটে গিয়ে শেষ হয়।
গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর আহসান হাবিব মাসুদ। তিনি বলেন, “আজকের দিনে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ তার প্রভুর দেশে পালিয়ে যায়। এখন থেকে আর কোনো ফ্যাসিবাদকে এ দেশে দাঁড়াতে দেওয়া হবে না। আমরা ইনশাআল্লাহ একটি ফ্যাসিবাদমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব।”
তিনি আরও বলেন, “আমরা আল-কুরআনকে জাতীয় সংসদে পৌঁছে দিতে চাই—যাতে সব মানুষ তাদের প্রকৃত অধিকার ফিরে পায়। নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে আমরা এসেছি। বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধ হতে চাই।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, ইসলামী ছাত্রশিবির টাঙ্গাইল জেলা সভাপতি মাজহারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মুন্তাজ আলী, ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার প্রমুখ।
সমাবেশ সঞ্চালনা করেন সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল। বক্তারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের জন্য দলীয় পতাকাতলে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।