Thursday, January 15, 2026
Homeআন্তর্জাতিকজাতীয় বীরের সম্মান পেল ইরানের কিশোর

জাতীয় বীরের সম্মান পেল ইরানের কিশোর

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর হাত থেকে দুই নারীকে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এক কিশোরকে জাতীয় বীরের মর্যাদা দিয়েছে ইরান।

দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুঁজেস্তান প্রদেশে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  খবর আনাদোলুর।

শুক্রবার আলী লানদি (১৫) নামের ওই কিশোরকে মর্যাদায় দাফন করা হয়।  নিজ শহর ইজেহতে এ মাসের প্রথম দিকে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের জীবন বাজি রেখে উদ্ধার করে আনে আলী লানদি।

এ সময় মারাত্মতভাবে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ছিল ওই কিশোর। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরোপকারী কিশোর আলী লানদি।

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসি তাকে বীর উপাধী দিয়েছেন এবং তার এই আত্মদানের ইতিহাস যাতে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারে এ জন্য ঘটনাটি শিল্প ও সাহিত্যে ফুটিয়ে তোলার আহ্বান জানান।

 এক বিবৃতিতে তিনি আরও বলেন, আলীর মতো বীর সন্তানের জন্য প্রতিটি ইরানি নাগরিকের গর্ব করা উচিৎ।

 শুক্রবার আলী লানদির জানাজায় এলাকাবাসী ছাড়াও সরকারি পদস্থ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য