চুয়াডাঙ্গার সদর উপজেলার হাতিকাটা এলাকায় মোটরসাইকেল ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আলমসাধুর চালকসহ দুজন আহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার গহরপুর গ্রামের আব্দুল্লাহ আলম মাসুম (২৮) ও তাঁর স্ত্রী লিভা খাতুন (২৫)। আহতরা হলেন আলমসাধুর চালক সদর উপজেলার টেইপুর গ্রামের সজীব আলী (১৪) ও চায়ের দোকানদার হাতিকাটা এলাকার ছেলুন মোল্লা (৪০)।
আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পৌঁছার আগে আব্দুল্লাহ আল মাসুম এবং লিভা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্য দুজন সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। সদর থানার পরিদর্শক (তদন্ত) লুৎফুল কবীর জানান, আব্দুল্লাহ আল মাসুম স্ত্রী লিভা খাতুনকে নিয়ে মোটরসাইকেলে চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর ফিরছিলেন। হাতিকাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবাহী আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্বামী-স্ত্রী দুজনই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধু রাস্তার পাশের একটি চায়ের দোকানে ঢুকে পড়লে দোকানদার ছেলুন মোল্লা ও আলমসাধুর চালক আহত হন। আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বামী ও স্ত্রীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


















