Sunday, August 3, 2025
Homeআইন-আদালতকর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে

কর্মচারীদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে

মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশীদ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ বাতিলের দাবিতে কর্মচারীদের পক্ষ থেকে উত্থাপিত বিষয়টি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তুলে ধরবেন ।

আজ বুধবার (২৮ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এর সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালেহ আহমেদ বলেন, গতকালের আলোচনায় কর্মচারীরা যেসব বিষয় তুলে ধরেছেন, তা মন্ত্রিপরিষদ সচিবকে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে সচিবের পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই প্রধান উপদেষ্টার দেশে ফেরার পর তার কাছেই বিষয়টি উপস্থাপন করা হবে।

উল্রেখ্য যে, মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। আলোচনায় কর্মচারীদের পক্ষ থেকে সংশোধিত অধ্যাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং তা বাতিলের দাবি জানানো হয়। বৈঠক শেষে সিনিয়র সচিব সালেহ আহমেদ জানান, কর্মচারীদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে জানানো হবে। বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে আলোচনায় আসবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য