Wednesday, October 15, 2025
Homeশীর্ষ সংবাদকরোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের ডিজি

করোনায় আক্রান্ত স্বাস্থ্য অধিদফতরের ডিজি

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। আজ শনিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) ডা. মিজানুর রহমান।

মিজানুর রহমান নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেওয়ার পর তারা পরীক্ষা করান। দুইদিন আগে তাদের রেজাল্ট পজিটিভ আসে। তারা উভয়েই ভালো আছেন। নিজ নিজ বাসায় আইসোলেশেনে আছেন।

স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র জানিয়েছে, কয়েক দিন আগে অধিদফতরের ৮ থেকে ১০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। ডিজি ও লাইন ডিরেক্টর তাদের সংস্পর্শে ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য