Thursday, January 15, 2026
Homeবাংলাদেশইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি ‘পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ

ইউক্রেন-রাশিয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না? এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘ওটা আলোচনা হয়েছে যে আমরা অবজার্ভ করতেছি। ডেফিনেটলি আমরা যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি।

এটা আলোচনা হয়েছে এবং বলছে যে ফরেন মিনিস্ট্রি বা সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে- এটা অবজার্ভ করার।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘পোল্যান্ড এবং রোমানিয়াতে আমাদের যারা অ্যাম্বাসেডর আছেন তারা দেখছেন, কী হচ্ছে। এখানে বাংলাদেশিদের কী অবস্থা তারা আপডেট দিচ্ছে। বাংলাদেশিদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগও আছে। ’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য