Monday, August 11, 2025
Homeখেলাধুলাআজ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় ওয়ানডে

আজ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় ওয়ানডে

আজ ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ । প্রথম ম্যাচ জয়ের উচ্ছ্বাস ভুলতে পারছেন না কেউ। বাংলাদেশ দলের গায়ে এখনো লেগে আছে প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয়ের ছোঁয়া। আজ দ্বিতীয় ওয়ানডে নিয়েই দলের সব ভাবনা। আজই সিরিজ নিশ্চিত করতে চান লিটন দাসরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা ১২টায়। অবিশ্বাস্য-শ্বাসরুদ্ধকর জয়ের পর কেটে গেছে দুদিন। এরই মধ্যে ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের সমর্থকদের উত্তেজনা তুঙ্গে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে মিডলঅর্ডারের হতশ্রী ব্যাটিং নিয়েও ভাবতে হচ্ছে। ভারতের ১৮৭ রানের লক্ষ্য সহজে টপকানোর কথা ছিল বাংলাদেশের। শুরুটা হয়েছিল দেখেশুনে। কিন্তু সমস্যা হয় মিডলঅর্ডারে। মাত্র আট রানের মধ্যে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ। বাঁচিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তার অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয়ী হয় বাংলাদেশ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য