Thursday, November 13, 2025
Homeবাংলাদেশ‘আগামী সপ্তাহেই আসতে পারে সিনোফার্মের টিকার প্রথম চালান’

‘আগামী সপ্তাহেই আসতে পারে সিনোফার্মের টিকার প্রথম চালান’

আগামী সপ্তাহেই চীনের সিনোফার্মের টিকার প্রথম বাণিজ্যিক চালান আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।

আজ সোমবার (২৮ জুন) দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

ডা. খুরশীদ আলম বলেন, আগামী মাসের শুরুতেই সিনোফার্মের টিকার ক্রয় করা প্রথম চালান আসতে পারে। ভালো অংকের ডোজ আসার বিষয়ে আমরা আশাবাদী।

এর আগে দুই ধাপে চীনের উপহারের ১১ লাখ টিকা বাংলাদেশে এসেছে। এই টিকার মধ্যে ৩০ হাজার ডোজ বাংলাদেশে কর্মরত চীনের নাগরিকদের দেওয়া হয়েছে। বাকি ১০ লাখ ৭০ হাজার ডোজ টিকা দেশের ৫ লাখ ৩৫ হাজার মানুষকে দেওয়ার কার্যক্রম চলছে।

চীনের উপহারের পাশাপাশি বৈশ্বিক টিকা বিতরণ সংস্থা কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকা দেশে এসেছে।

কোভ্যাক্স বাংলাদেশকে মোট এক কোটি ডোজ টিকা দেবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। পাশাপাশি চীনের সিনোফার্মের সঙ্গে এক কোটি ডোজ টিকা কেনার বিষয়ে দেশটির সঙ্গে বাংলাদেশ সরকারের চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও এসব সূত্র জানায়।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য