Friday, November 14, 2025
Homeবিনোদনফের কলকাতার ছবিতে মিথিলা

ফের কলকাতার ছবিতে মিথিলা

‘মায়া’ ছবির পর টলিউডের আরও একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছে রাফিয়াথ রশিদ মিথিলা। ছবির নাম ‘আ রিভার ইন হেভেন’। পরিচালক রিঙ্গো বন্দ্যোপাধ্যায়। গঙ্গা নদীর পবিত্রতা নানা বিশ্বাস এবং একে ঘিরে গড়ে উঠা গল্পই ছবির উপজীব্য।

সম্পর্কের টানাপোড়েনের গল্প বলবে ‘আ রিভার ইন হেভেন’। ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস, ধোঁকা এবং সবশেষে পুনর্মিলন। মিথিলাকে এই ছবিতে দেখা যাবে ববি চক্রবর্তীর বিপরীতে। স্বপন আর বিশাখা মধ্যবর্তী পরিবারের দম্পতি। কিন্তু বিয়ের বহু বছর পরেও তাদের কোনও সন্তান নেই। আর এই কারণে স্বপন অণবরত দোষ দেয় বিশাখাকে। রেগে গিয়ে গায়ে হাতও তোলে। কিন্তু ছেড়ে যেতে পারে না ভালোবাসার কারণে। তারা বারাণসী আসেন ঠাকুরের আশীর্বাদ নিতে। আর সেসময়তেই দেখা হয় বিশাখার প্রাক্তন প্রেমিক ও শিক্ষক কৌশিকের সঙ্গে।

মিথিলা ছাড়াও ছবিতে রয়েছেন অভিনেত্রী-গায়িকা রুমা গুহঠাকুরতা-র মেয়ে শ্রমণা চক্রবর্তী, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, তন্নিষ্ঠা বিশ্বাসের মতো শিল্পীরা। ছবির গল্প লিখেছেন রিঙ্গো নিজেই। পরিচালনার পাশাপাশি সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড স্কোরের দায়িত্বও তিনিই সামলাবেন। এক অন্য ধরনের গল্পের স্বাদ পেতে চলেছে দর্শক খুব শীগ্রই। সেপ্টেম্বর থেকেই শুরু হবে শ্যুটিং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য