Friday, November 14, 2025
Homeখেলাধুলাকোপা আমেরিকার শি‌রোপা জিতলো মেসির আর্জেন্টিনা

কোপা আমেরিকার শি‌রোপা জিতলো মেসির আর্জেন্টিনা

কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়ন শী‌পে ব্রাজিলের মারাকানা ষ্টেডিয়ামে ব্রা‌জিল‌কে ১-০ গো‌লে হা‌রি‌য়ে‌ চ্যাম্পিয়ন হ‌য়েছে মে‌সির আ‌র্জে‌ন্টিনা। ডি মা‌রিয়ার একমাত্র গো‌লে বহুল কাঙ্ক্ষিত ফাইনালে ব্রাজিলকে হা‌রি‌য়েছে মে‌সির দল। জাতীয় দ‌লের হ‌য়ে মে‌সির প্রথম জয়। ২৮ বছর পর ব্রা‌জিল‌কে ১-০ গো‌লে হা‌রি‌য়ে‌ছে আর্জেন্টিনা।

ডি মা‌রিয়া,

আগের কয়েক ম্যাচে বদলি নেমে দুর্দান্ত খেলা আনহেল ডি মারিয়াকে আজ প্রথম একাদশে সুযোগ দেন কোচ স্কালোনি। আর সুযোগ পেয়েই নিজের জাত চিনিয়ে দেন ডি মারিয়া। তার গোলেই ব্রাজিলের বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে জয় ছি‌নি‌য়ে নিয়েছে আর্জেন্টিনা। খেলার শুরুর ২২ মিনিটে আনহেল ডি মারিয়ায় দেয়া গোল আর শোধ করতে পারেনি ব্রাজিল। ব্রাজিলের নেইমার পেলান্টি স্পটের কাছে বল পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন। খেলার শেষের দিকে মেসি গোল করার সুযোগ পেয়ে ও গোল করতে পারেনি। কোপা আমেরিকার সেরা গোলরক্ষক হয়েছে আর্জেন্টিনার মাতির্নেজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য