Sunday, August 3, 2025
Homeবাণিজ্যসপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩.৯৭ শতাংশ

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩.৯৭ শতাংশ

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এসময়ের মধ্যে ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ১৩.৯৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৬ হাজার ৪১০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৬২৪ কোটি ৬৬ লাখ ২৫ হাজার  টাকার শেয়ারের।  অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৭৮৬ কোটি ৪ লাখ ৪৭ হাজার ৭৫৫ টাকার বা ১৩.৯৭ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে বেড়েছে  ৬২ দশমিক ২৯ পয়েন্ট বা ১ দশমিক ০১ শতাংশ।

আলোচিত সপ্তাহে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৯ দশমিক ৮৩ পয়েন্ট বা ১ দশমিক ৮০ শতাংশ বেড়ে  ২ হাজার ২৪৮ দশমিক ২১ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক বেড়েছে ২৬.৯৭ পয়েন্ট বা ২ দশমিক ০৪ শতাংশ।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়।  এর মধ্যে দাম বেড়েছে ২৩০টির, কমেছে ১৩৬টির।  আর ১০টির দাম অপরিবর্তিত ছিল।

এদিকে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৯৭ হাজার টাকা বা দশমিক ৫৬ শতাংশ। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৪ হাজার ২৮২ কোটি ১৩ লাখ টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ১৭  হাজার ১৮২ কোটি ১৮ লাখ ১ হাজার টাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য