Thursday, November 13, 2025
Homeআন্তর্জাতিকলকডাউনে বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান চল‌বে

লকডাউনে বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য অভ্যন্তরীণ রুটে বিমান চল‌বে

করোনাভাইরাস সংক্রমণরোধে দেশব্যাপী সর্বাত্মক লকডাউনের মধ্যে অভ্যন্তরীণ রুটে নিয়মিত ফ্লাইট বন্ধ থাকলেও বিদেশগামী এবং ফেরত আসা যাত্রীদের জন্য চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে ওই ফ্লাইটে চড়তে আন্তর্জাতিক ফ্লাইটের টিকিট প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। বিমান বাংলাদেশের বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি বিধিনিষেধের আওতায় কঠোর লকডাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ রুটের নিয়মিত ফ্লাইট বাতিল ঘোষণা করছে।  

বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য বিমানের  কল সেন্টার: ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করতে বলা হয়েছে। একই সঙ্গে বিমান ওয়েব সাইটঃww w.biman-airlines.com ফেইসবুক: https:/www.facebook.com/bimanbalaka/?modal=admin_todo_tour এ-ও আপডেট তথ্য থাকছে বলে জানানো হয়েছে।

তবে শুধুমাত্র আন্তর্জাতিক ট্রানজিট যাত্রী পরিবহণের জন্য ঢাকা হতে চট্টগ্রাম, সিলেট ও কক্সজবাজার গন্তব্যে স্বল্প সংখ্যক ফ্লাইট পরিচালনা করা হবে। এই ফ্লাইটসমূহে শুধুমাত্র বিমানের টিকিটধারী আন্তর্জাতিক গন্তব্যের যাত্রীরা শুধু যাতায়াতের সুযোগ পাবেন। 

বিমান জানিয়েছে, ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাতিলকৃত ফ্লাইটসমূহের টিকিটধারী যাত্রীরা বিদ্যমান টিকেটের মাধ্যমে কোনও প্রকার অতিরিক্ত চার্জ প্রদান করা ছাড়াই পরবর্তীতে (বিমানের আসন খালি থাকা সাপেক্ষে) ভ্রমণের সুযোগ পাবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য