Wednesday, October 15, 2025
Homeঅপরাধরাজধানীর কদমতলীতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া আরও দুজনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুরাদপুর এলাকা থেকে শনিবার সকালে লাশগুলো উদ্ধার করা হয়। কদমতলী থানার ওসি মীর জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

হত্যাকারী সন্দেহে এই পরিবারের বড় মেয়ে মেহজাবিনকে আটক করেছে পুলিশ। মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম (৪০) ও মেয়ে মারজান তাবাসসুম তৃপ্তিয়া (৬) ঢামেকে চিকিৎিসাধীন আছেন।  নিহতরা হলেন, মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)। হাসপাতালে শফিকুল বলেন, রাতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলাম। খাবার ও চা খেয়ে অসুস্থ হয়ে পড়ি। আমার মেয়েও অচেতন হয়ে যায়।  পুলিশের ধারণা, শুক্রবার রাতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তিনজনকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য