Sunday, December 14, 2025
Homeআন্তর্জাতিকমুম্বাইয়ে একটি ভবনধসে ৮ শিশুসহ ১১ জন নিহত

মুম্বাইয়ে একটি ভবনধসে ৮ শিশুসহ ১১ জন নিহত

মুম্বাইয়ে বুধবার রাতে একটি ভবনধসে ৮ শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন। মুম্বাইয়ে মালাদের বস্তিতে বুধবার রাতে দ্বিতল ভবনটি ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।  খবর এনডিটিভির।

মুম্বাই নগর কর্তৃপক্ষ এ ভবনের পাশের আরেকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে।  উদ্ধারকর্মীরা বলছেন, , এখনও ধ্বংসাবশেষের মধ্যে অনেকে আটকা পড়ে আছেন। 

উদ্ধারকাজে স্থানীয়রাও যোগ দিয়েছেন এবং আহতদের উদ্ধার করে কান্দিভালির হাসপাতালে নিয়ে গেছেন। হাসপাতালের এক চিকিৎসক বলেন, , সব মিলিয়ে এখন পর্যন্ত এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন।  যার মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সেল জানায়, , ভবনধসের ঘটনা ঘটে বুধবার রাত ১১টার ১০ মিনিটে। স্থানীয় পুলিশ এবং দমকল বাহিনী ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য