ভোলা জেলার চরফ্যাশন উপজেলার ঘুইংগার হাট এলাকায় আজ বৃহস্পতিবার বাস ও অটোরিকশার সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন।
দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা বাস মালিকের বিচার চান এবং বাসটি ভাঙচুর করেন। পুলিশ ও স্থানীয়রা জানান, ভোলা বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিলো। এ সময় পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে করে ঘটনাস্থলে অটোচালক আজিজুল ও অটোরিকশার যাত্রী মিরাজ ও মো. সোহাগ নিহত হন। আহতরা হলেন, ফার্নিচার ব্যবসায়ী ইউসুফ ও রাজমিস্ত্রি ইমন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটি জব্দ করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এছাড়া গুরুতর আহত হন অপর দুইজন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।





















