চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিংঘাই প্রদেশে শুক্রবার ৭ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেছেন। খবর আনাদোলুর। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীনের মাদুই জেলার ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।
এর আগে শুক্রবার ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এতে একজন নিহত এবং ৬ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি-না তা এখন পর্যন্ত জানা যায়নি।