শনিবার রাতে বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নের আস্তাকাঠি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবন আগুনে পুড়ে গেছে। আগুনের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের দুটি দল আধাঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। আগুনে বিদ্যালয়ের আসবাবপত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানটি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধ ওই বিদ্যালয়ে শনিবার রাত পৌনে ৯টার দিকে আগুনের সূত্রপাত। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই টিনশেড ভবনসহ সব আসবাবপত্র পুড়ে যায়।