বুয়েট পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে লেভেল-১, টার্ম-১-এ ছাত্র/ছাত্রী ভর্তির প্রাকনির্বাচনী পরীক্ষা ৩১ মে ও ১ জুন এর পরিবর্তে যথাক্রমে ৩০ জুন ও ১ জুলাই অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষা ১০ জুনের পরিবর্তে ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১১ মে) বুয়েটের নীতিনির্ধারণটি পর্যায়ে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ পাবেন ভর্তিচ্ছুরা।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। আগামী ৩০ জুন এবং ১ জুলাই প্রিলিমিনারি পরীক্ষা নেবে বুয়েট কর্তৃপক্ষ। বুয়েটের ওয়েবসাইটও মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।

করোনা মহামারির কারণে অন্য খাতের মতো শিক্ষা খাতেও প্রভাব পড়েছে। বুয়েটে এ বছর দুই ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথমে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপর লিখিত ভর্তি পরীক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here