Tuesday, July 1, 2025
Homeদূর্ঘটনালালমোহনে খাবারে নেশা মিশিয়ে দুর্ধর্ষ চুরি

লালমোহনে খাবারে নেশা মিশিয়ে দুর্ধর্ষ চুরি

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে লালমোহন পৌর ১নং ওয়ার্ড নওয়াব আলী মুন্সী বাড়ীতে এ ঘটনা ঘটে। চেতনাশক খেয়ে অসুস্থ হয়ে পড়েন একই তিন সদস্য। তারা হলেন, ডালিয়া বেগম (৫০), সোহেল (৪৫) ও পাভেল (২৮)। বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।

জানা যায়, শনিবার ইফতার পরবর্তী রাতের খাবার খেয়ে পরিবারের সকলে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময়ে চোরচক্র ঘরে ঢুকে ২টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের ব্রেসলাইট, ২টি মোবাইল, ২টি টর্চলাইট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়। ওই পরিবারের সদস্য পাভেল জানায়, রাতে সকলে খাবার খেলেও তার বোন খাবার খাননি। সে যখন ভোরে সেহরি খেতে উঠে, তখন আামদের অচেতনবস্থায় দেখতে পান। দুর্বৃত্তরা রান্না ঘরের বেড়ার টিনের ছিদ্র দিয়ে সিরিঞ্জের মাধ্যমে খাবারে চেতনানাশক মিশিয়েছিল বলে ধারণা করছেন তারা। লালমোহন থানার এসআই মাহমুদুল হাসান জানান, সংবাদ পেয়ে রবিবার দুপুরে চুরি হওয়া ঘর পরিদর্শন ও অসুস্থদের খোঁজ খবর নিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য