Saturday, August 2, 2025
Homeদেশগ্রামলালমোহনে পানি খেতে ঘরে ডুকে শিশু ধর্ষণ

লালমোহনে পানি খেতে ঘরে ডুকে শিশু ধর্ষণ

লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে পানি খেতে ঘরে ডুকে ১২ বছরের শিশুকে ধর্ষণ করেছে ২ সন্তানের জনক। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ধর্ষক রিয়াজ ওরফে রিয়াদকে আসামী করে বুধবার লালমোহন থানায় মামলা দায়ের করেছে শিশুর মা চানবড়–। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্র ধরে লালমোহন থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ জানান, পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংশদি বাড়ির ফারুকের ছেলে রিয়াজ ওরপে রিয়াদ ধান ক্ষেতে কাজ করতে যায়। এসময় সকাল ৮টার দিকে পানি খাওয়ার অজুহাতে রিয়াদ ধান ক্ষেতের পাশের একটি ঘরে ডুকে। ওই ঘরে তখন ১২ বছরের শিশুটি একা ছিল। ঘরে আর কেউ না থাকার সুযোগে শিশুটির কাছে পানি চায় রিয়াদ। সে পানি আনতে ঘরের ভেতরে গেলে রিয়াদ তাকে জড়িয়ে ধরে ধর্ষণ করে। ঘটনার দিন স্থানীয় ফয়সালার অজুহাতে সময় বিলম্ব করলেও বুধবার শিশুর মা থানায় এসে মামলা করে। আসামী রিয়াদকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান থানা অফিসার ইনচার্জ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য