Wednesday, January 14, 2026
Homeদূর্ঘটনাগাজীপুরে ভূগর্ভস্থ গ্যাসপাইপে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে ভূগর্ভস্থ গ্যাসপাইপে বিস্ফোরণ, ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকায় শুক্রবার রাতে খালের মধ্যে তিতাস গ্যাসের ভূগর্ভস্থ পাইপ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে ওই স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের হরিণহাটি এলাকার একটি খালের মধ্যে তিতাস কোম্পানির ভূগর্ভস্থ পাইপলাইন রাত পৌনে ৮টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। বিস্ফোরিত স্থানে আগুন ধরে যায়। পরে এলাকাবাসী কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। হরিণহাটি গ্রামের রইসুল, শরিফ হোসেন, সেলিম রানা জানান, রাত পৌনে ৮টার দিকে পানি নিষ্কাশনের খালের নিচে তিতাস গ্যাস কোম্পানির পাইপ বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়।এ ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির চন্দ্রা শাখার কোনো কর্মকর্তাকে ফোনে পাওয়া যায়নি। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য