Wednesday, January 14, 2026
Homeখেলাধুলাথিসারা পেরেরার তাণ্ডব, এক ওভারে ৬ ছক্কা

থিসারা পেরেরার তাণ্ডব, এক ওভারে ৬ ছক্কা

প্রথম শ্রীলঙ্কান হিসেবে অনন্য এক কীর্তি গড়েছেন বাঁহাতি ব্যাটসম্যান থিসারা পেরেরা। নিজ দেশের ঘরোয়া আসরের একটি লিগের ম্যাচে এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছেন ৩১ বছর বয়সী তারকা।

রোববার (২৮ মার্চ) প্যানাগোদার আর্মি গ্রাউন্ডে মেজর ক্লাবের সীমিত ওভারের লিস্ট-এ ম্যাচে শ্রীলঙ্কা আর্মির হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন পেরেরা।

ইনিংসের ২০ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন তিনি। এরপর প্রতিপক্ষ বোলারদের ওপর এক তাণ্ডবই চালান পেরেরা। ১৩ বলে ৮ ছক্কায় ৪০০ স্ট্রাইক রেটে করেন ৫২ রান। যা কিনা স্বীকৃত কোনো ক্রিকেটে লঙ্কানদের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এখনও রেকর্ডটি অক্ষত আছে ১২ বলে অর্ধশতক হাঁকানো কৌশল্য ভীরারাতেœর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য