Sunday, August 3, 2025
Homeশিক্ষা সংবাদ২১ মে ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু

২১ মে ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষা ২১ মে শুরুর প্রস্তাব দিয়েছে ডিনস কমিটি। আজ   মঙ্গলবার কমিটির এক বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়। তবে তাদের এ প্রস্তাব চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।   

বৈঠক শেষে সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম বলেন, ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ মে, ‘খ’ ইউনিটের ২২ মে, ‘গ’ ইউনিটের ২৭ মে, ‘ঘ’ ইউনিটের ২৮ মে ও ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে।  তিনি বলেন, ভর্তি পরীক্ষার সম্ভাব্য এ তারিখগুলো এখনও চূড়ান্ত নয়। আমরা প্রস্তাব করেছি। আগামী বৃহস্পতিবার ভর্তি কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্তর সিদ্ধান্ত নেওয়া হবে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য