Saturday, August 2, 2025
Homeবিনোদনকখনো ভাবিনি বানশালীর নায়িকা হবো: দীপিকা

কখনো ভাবিনি বানশালীর নায়িকা হবো: দীপিকা

‘পদ্মাবত’ ছবির তিন বছর পূর্তিতে দুটি ভিডিও প্রকাশ করেছেন বলিউডের গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানশালী। ছবির শুটিংয়ের শেষ দিনে ভিডিও দুটি ধারণ করা হয়। এতে ছবিতে নিজেদের সফর নিয়ে কথা বলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ছবিতে আলাউদ্দিন খিলজী চরিত্রে রূপদান করেছিলেন রণবীর ও রানী পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা।

‘পদ্মাবত’ ছবিতে কাজ করায় হত্যার হুমকিও পেয়েছিলেন দীপিকা। ছবির শুটিংয়ের শেষ দিন নিজের অনুভূতির কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দীপিকা বলেন, আমি কখনো ভাবিনি, বানশালির ছবির নায়িকা হতে পারবো। কিন্তু এরইমধ্যে তিনটি ছবি করে ফেলেছি। ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’র পর আমরা সবাই মিলে ভাবছিলাম আরও বড় আয়োজনে, আরও বড় পরিসরে কী করা যায়? পরে ‘পদ্মাবত’ বানিয়ে ফেললাম আমরা।

ছবির শুটিংয়ের শেষ দিন রণবীর বলেন, এক বছর মিলে আমরা রক্ত, ঘাম, শ্রম এক করে এ ছবির জন্য কঠোর পরিশ্রম করেছি। বাকিটা সৃষ্টিকর্তার হাতে। আমরা সবাই সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, কঠোর পরিশ্রম করেছি। ভালো কিছুই হবে আশা করি।

রণবীরের কথা বৃথা যায়নি। সঞ্জয়ের ‘রামলীলা’, ‘বাজিরাও মাস্তানি’র মতো ‘পদ্মাবত’ও বলিউডের সেরা ব্যবসাসফল ছবির একটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য