বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে কর্মরত পাঁচ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। এই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মাকছুদুর রহমান পাটোওয়ারী ৩১ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। এ ছাড়া পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেনকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেনকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামালকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এবং অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব রমেন্দ্রনাথ বিশ্বাসকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে।
অন্যদিকে ঢাকার বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. খলিলুর রহমান।
এর আগে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসকে একই পদে দুই বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে গত বুধবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিত করে আগামী ১ জানুয়ারি বা যোগ দেওয়ার তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। সাধারণ নিয়ম অনুযায়ী ৩১ ডিসেম্বর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল। গত বছরের ডিসেম্বর থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের দায়িত্ব পালন করেছেন আহমদ কায়কাউস।





















