ইতালিতে বাংলাদেশ দূতাবাসে নতুন রাষ্ট্রদূত শামীম আহসান

ইতালিতে নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিচ্ছেন কূটনৈতিক মো. শামীম আহসান।আগামীকাল শুক্রবার তার আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দ্য ভিঞ্চি হয়ে রোমে আসার কথা রয়েছে। এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন সদ্য ইতালিতে বাংলাদেশ দূতাবাসে নিয়োগ পাওয়া নতুন রাষ্ট্রদূত শামীম আহসান।

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও সদ্য বিদায়ী রোম বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদারের স্থলাভিষিক্ত হবেন মো. শামীম। বিসিএস ১১তম ব্যাচের এ কূটনীতিক ১৯৯৩ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। ২০১৪ সালের এপ্রিলে নিউইয়র্কের কনসাল জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি ওয়াশিংটন ডিসি, রোম, নাইরোবি, দোহা ও কুয়েতসহ বিভিন্ন শহরে বাংলাদেশের মিশনে দায়িত্ব পালন করেন। শামীম আহসান ১৯৬৬ সালে ১ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এদিকে নতুন রাষ্ট্রদূত হিসেবে রোমে আসার খবরে ইতালি প্রবাসী বাংলাদেশিরা সামাজিক যোগাযোগমাধ্যমে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তারা বলছেন, রোম বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট অফিসের বিরুদ্ধে সেবার মান ও রাজনৈতিক ছত্রছায়া এবার অনেকাংশই কমে যাবে। বিগত দিনের বদনাম ঢেকে দিয়ে সাধারণ মানুষ যথাযথ সেবা পাবেন এমনটি আশা করছেন নতুন এ রাষ্ট্রদূতের কাছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here