Thursday, November 13, 2025
Homeদেশগ্রামযমুনা সেতু-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

যমুনা সেতু-ঢাকা মহাসড়কে ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত


টাঙ্গাইল প্রতিনিধিঃ
যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে সোমবার(৩ নভেম্বর) ভোরে সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।

নিহতরা হচ্ছেন, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া গ্রামের কছিম উদ্দিনের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম শেখ(৬০)।
পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি অজ্ঞাত ট্রাক সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তারও মৃত্যু হয়।
এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সর্বাধিক জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য