সরকারি কর্মচারীদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ‘একান্ত অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। গত ২১ অক্টোবর সচিব সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘বিদেশ ভ্রমণ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে এখনও সরকারি কর্মকর্তা একসঙ্গে বা একই সময়ে বিদেশ ভ্রমণে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একসঙ্গে বিদেশে যাচ্ছেন এবং অনুরূপ প্রস্তাব প্রায়ই প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থি।’
এমতাবস্থায় সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব ও সচিবদের আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত ‘একান্ত অপরিহার্য কারণ’ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার জন্য অনুরোধ করা হয়েছে।


















